০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ গ্রেফতার

-

সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের দুইবারের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। এ সময় তিনি ঢাকার কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বারে রোগী দেখছিলেন।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় প্রথমে পদ্মা জেনারেল হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাকে আটক করে নিয়ে যায়।
র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ একজন শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান। এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের( স্বাচিপ) নেতৃত্ব দেন।
পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মূলত: শেখ পরিবারের আশীর্বাদপুষ্ট হওয়ায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে আব্দুল আজিজকে দায়ী করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ২০১৮ সালের বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হাসিনা সরকারের পতনের পর থেকে আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন।


আরো সংবাদ



premium cement
লালমোহনে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ যশোরে যুবককে ছুরিকাঘাত শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে কুয়েটে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে বহিষ্কার তৃতীয় দিনের লেনদেন শুরু সূচকের উত্থানে ট্রাম্পের শুল্ক হুমকির মুখে ভারত আমদানি শুল্ক কমাচ্ছে ফেরত পাঠানো শুরু হলো যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় অবৈধ অভিবাসীদের ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ : বুলবুল বিশ্বে বায়ুদূষণের কারণে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকিতে ঢাকার বাসিন্দারা জাবিতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু কারাগার থেকে বন্দিদের ফেসবুক চালানো সম্ভব নয় : কারা অধিদফতর

সকল