০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আকাশ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ও জামালপুর আইনজীবী সমিতির আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুর শহরের আদালপাড়া এলাকার রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমান উল্লাহ আকাশ জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার সাড়ে ৬টার দিকে জামালপুর আদালতে সামনের সড়ক থেকে গ্রেফতার করা হয় । বর্তমানে তিনি জামালপুর সদর থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।’


আরো সংবাদ



premium cement