০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬

পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬ - ছবি : নয়া দিগন্ত

পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

এর আগে রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এ ঘটনায় সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী একটি মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন। মিছিল থেকে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না : উত্তর কোরিয়া রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ইসরাইলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ফৈাজদারি তদন্ত নরসিংদী যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী গ্রেফতার লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আ’লীগের ৬ নেতা গ্রেফতার সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৫ তিন দেশে ট্রাম্পের শুল্কারোপে বড় ধাক্কা এশিয়ার শেয়ার বাজারে বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই সংস্কার শেষে জাকসু নির্বাচনের আহ্বান জাবির বিএনপিপন্থি শিক্ষকদের

সকল