০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬

পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ নেতাকে ছিনতাই : আটক ১৬ - ছবি : নয়া দিগন্ত

পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

এর আগে রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এ ঘটনায় সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী একটি মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন। মিছিল থেকে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশী আহত বরিশালে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ বরগুনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় ১০৫ জনের নামে মামলা রূপগঞ্জে আগুনে পুড়লো ৯ দোকান স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার : টুকু দেশের মাটিতে প্রতিটি গণহত্যার বিচার করা হবে : জামায়াত আমির তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ বিএফআইই’র সাবেক প্রধান মাসুদসহ ৩ জনের আয়কর নথি জব্দের আদেশ সাংবাদিক মাজহারের বাবা ছাত্তার সরকারের মৃত্যুবার্ষিকী পালন ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, জীবনবৃত্তান্ত আহ্বান

সকল