বগুড়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার
- বগুড়া অফিস
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সূত্র ধরে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানা পুলিশের বেশ কয়েকটি দল আজ ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করে।
এর আগে, ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।
গ্রেফতাররা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মো: সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মো: মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মো: মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মো: রাকিব শেখ (২০) ও মো: শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মো: আল-আমিন (১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলার মো: লাদেন (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাতদল স্বর্ণালঙ্কারসহ নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ সময় ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে ডাকাতরা একজোড়া জুতা ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে কামাল হোসেন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি আরো জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে পুলিশ ছায়া তদন্ত শুরু করে। রোববার পুলিশের একাধিক টিম ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করে। এ সময় চার আনা ওজনের স্বর্ণের একটি কানের দুল, ছয় আনা ও আট আনা ওজনের স্বর্ণের দু’টি চেইন, ছয় আনা ওজনের স্বর্ণের একটি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্ণের দু’টি আংটি, নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।