সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ : আরো দুজনের লাশ উদ্ধার
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিন নিখোঁজ শিক্ষার্থীর আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে অপর শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছিল।
রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। দুপুর ২টার দিকে দু’জনের লাশ উদ্ধার করে তারা। এর আগে, শনিবার নিখোঁজ হয় তারা। ঘটনার দিনই একজনের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সিরাজগঞ্জের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র কৃষ্ণ নিয়োগী ও তার কয়েক বন্ধু মিলে কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে বন্ধু জারিফের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে তারা ছয়জন। গোসলের একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে তীরে উঠে আসে। নিখোঁজ হয় রাফিন, কৃষ্ণ নিয়োগী ও সারজিল ইসলাম। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থী।
খবর পেয়ে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। অপরদিকে বিকেলেই রাজশাহী ডুবুরি দল ডাকা হয়। রাজশাহী ডুবুরি ইউনিটের চার সদস্য রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রাফিনের লাশ উদ্ধার করেন এবং রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে অপর দু’জনের লাশ উদ্ধার করে তারা।
রাফিন ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিকৃষ্ণ মের ছেলে, সারজিল মাসুমপুর মহল্লার অধ্যাপক ইমরুল হাসান সোহেলের ছেলে ও কৃষ্ণ শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার বিশ্বজিৎ নিয়োগীর ছেলে।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান বলেন, স্কুলছাত্রদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।