সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৫
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হওয়ার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঝাটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৬টার দিকে কলেজছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হয়।
তার অপর ২ বন্ধুর সন্ধানে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, দুই বন্ধু সিরাজগঞ্জে রাফিমের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে কামারখন্দে ফুলজোর নদীতে গোসল নেমে তারা তিনজন নিখোঁজ হয়।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করা হলেও অপর দু’জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা