০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

- ছবি : প্রতীকী

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এমদাদুল হক (২০) ও জিহাদ হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং জিহাদ একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে।

নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখান থেকে দুই দিন আগে বাড়িতে আসেন। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যান তারা। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিহাদ মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে এমদাদুলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টা নাগাদ মারা যায়। এ দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে এক ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।


আরো সংবাদ



premium cement