জনগণ শেখ হাসিনাকে দেশে ছাড়া করেছে : মোয়াজ্জেম হোসেন আলাল
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৫
জনগণ শেখ হাসিনাকে দেশে ছাড়া করেছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘দেশের এমন কোনো সেক্টর বা প্রতিষ্ঠান নেই যা আওয়ামী লীগ ধ্বংস করে নাই। তারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের হত্যা ও গুম করেছে।’
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে অথচ একবারো ক্ষমা চায়নি বরং শেখ হাসিনাসহ তাদের নেতা-কর্মীরা বিদেশে পালিয়ে লাফালাফি করছে।’
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।