২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

- ফাইল ছবি

নওগাঁর আত্রাইয়ে নাহিদ হোসেন (২০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচুপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাহিদ রাজশাহীর বাগমারা উপজেলার নাকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে এবং তিনি জন্মের পর থেকে মায়ের সাথে পাঁচপুর গ্রামে নানার বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় নাহিদ বাড়ি থেকে বের হওয়ার পর সারা রাত আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন তার নানার বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, ‘সারা রাত ছেলেটি নিখোঁজ ছিলেন এবং সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তাই লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement