২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মেহগনি গাছের মগডাল থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় গাছে আটকেপড়া একটি বিড়ালকে প্রায় ২৪ ঘণ্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি টিম।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন কার্যালয়ের সামনের একটি মেহগনি গাছের মগডাল থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।

এদিকে ফায়ার সার্ভিসের বিড়াল উদ্ধারের খবরে তা দেখতে আশেপাশের প্রায় শতাধিক উৎসুক মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা জানান, গত রোববার সকালে একটি কুকুরের তাড়ায় ভয়ে ওই বিড়ালটি গাছের মাথায় উঠে পড়ে। এরপর আর বিড়ালটি সেখান থেকে নামতে পারেনি। পরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার দয়ারামপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমার বলেন, ‘শীত ও কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর দেয়ার পরে দ্রততম সময়ে বিড়ালটিকে উদ্ধার করায় দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের তিনি ধন্যবাদ জানান।’

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছে আটকেপড়া বিড়ালটিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement