বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- বগুড়া অফিস ও নওগাঁ প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ২২:৫৮, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:০৫
বগুড়ায় আদমদীঘির সান্তাহার জংশন স্টেশন এলাকায় রেলগেট পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সান্তাহার ২ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সান্তাহার রেলগেট অতিক্রম করেছিল। এ সময় ওই বৃদ্ধ অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘ট্রেন আসতে দেখে লোকজন তাকে পার হতে নিষেধ করেছিল। তারপরও তিনি পার হচ্ছিলেন। ফলে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পিবিআইয়ের টিম তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।‘
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা