নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১১
নওগাঁর মহাদেবপুরে চাল বোঝাই ট্রাকের চাপায় আব্দুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিদ্যুৎ হোসেন (২০) আরো একজন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়ার মোড় এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের নুরনবীর ছেলে ও আহত বিদ্যুৎ একই গ্রামের বাবুর ছেলে জানা গেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদিখানা দোকানের জিনিসপত্র কেনার জন্য আব্দুর রহমান তার বন্ধু বিদ্যুৎ হোসেনকে সাথে নিয়ে রোববার বিকেলে মোটরসাইকেলযোগে ডিমজাওন থেকে ছাতড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাছড়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি চাল বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা