রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আগামীকাল
- রাবি প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
এছাড়া প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে ২২ টাকা করা হয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ও অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত আবেদন ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষায় পূর্বনির্ধারিত বি ইউনিট ১২ এপ্রিল, এ ইউনিট ১৯ এপ্রিল এবং সি ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd থেকে জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা