বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের সহায়তায় চাটমোহরের পৌর সদরের একটা বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিদা পারভীন বেশ কিছুদিন যাবত চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে হান্ডিয়ালের বিস্ফোরক মামলা রয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা