২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী

- ছবি - ইন্টারনেট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত বাংলাদেশীর নাম হাবিল। তিনি শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বেলাল উদ্দীনের ছেলে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। তবে ‘গুলির শব্দ শোনা গেছে’ বলে জানালেও বাংলাদেশী আহত হয়েছে কি-না এমন তথ্য নিশ্চিত করেনি বিজিবি।

বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে বেলালসহ সাত থেকে আটজন বাংলাদেশী তেলকুপি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে হাবিল আহত হন। তার বুকে গুলি লেগেছে। হাবিলকে চিকিৎসার জন্য শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৯ ব্যাটায়িলয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শব্দ শোনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে কোনো আলামত পায়নি। গুলির ঘটনা নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিস্তারিত বলা যাবে।

এর আগে, গত ১০ জানুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার আরেক সীমান্ত আজমতপুরে বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম নামে এক চোরাকারবারি আহত হন।


আরো সংবাদ



premium cement
ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহর ইন্তেকাল ট্রাইব্যুনালে পরোয়ানার ৭০ শতাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি শিক্ষা ও প্রযুক্তি খাতে চীনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা ডা: শফিকের ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর : দুদক বাংলাদেশের সাথে উভয়ের লাভের সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

সকল