২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

আ’লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণ বিচার করবে : মিন্টু

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা জনগণ বিচার করবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ‘আওয়ামীলীগ দেশে যখন সরকার গঠন করেছে তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে। এজন্য দেশের রাজনীতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের বিচার হোক।’

শুক্রবার (২৪ জানুয়ারি) বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আয়োজনে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল আওয়াল মিন্টু বলেন, বগুড়া এক সময় উত্তর অঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। আমরা মনে করি, বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ-সুবিধা বগুড়ার মানুষ পায়নি। বাংলাদেশে যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বৈষম্যমুক্ত করে এই বগুড়াকে শক্তিশালী করা হবে।

মিন্টু আরো বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ড. মাহাদী আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হাসানাত আলী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মীর শাহে আলমের আমন্ত্রণে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ্ মো: শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, ডা. আফসারুল হাবিব রোজ, ডা. ইউনুছ আলী, শেখ তাহা উদ্দিন নাহিন, সুরাইয়া জেরিন রনি, সোলাইমান আলী, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, আবু হাসান, নাজমা আক্তার, ময়নূল হক বকুল, হাবিবুর রশিদ সন্ধান, এস এম রাঙ্গা প্রমুখ।


আরো সংবাদ



premium cement