বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:১৮
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলম (৩০) নামে এক ট্রাক-যাত্রী নিহত হয়েছেন। এ সময় ট্রাক দু’টি উল্টে গেলে দ্রুতগতিতে আসা একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় বড়াইগ্রামের আইড়মারি ব্রিজ এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আলম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সেনগাতি গ্রামের আলতাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে আইড়মারি ব্রিজ এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী মালবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাক দু’টি মহাসড়কে উল্টে গেলে দ্রতগামী একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের যাত্রী শাহীন আলম ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো ১০ বাসযাত্রী। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা