২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

আর কোনো অপশক্তিকে ছাত্র-জনতা মেনে নেবে না : নূরুল ইসলাম বুলবুল

বক্তব্য রাখছেন মো: নূরুল ইসলাম বুলবুল - ছবি : সংগৃহীত

আর কোনো অপশক্তিকে ছাত্র-জনতা মেনে নেবে না- মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে যুবকরাই মুখ্য শক্তি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও উপজেলা ওয়ার্ড ও ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ওই জেলারই সন্তান।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জাতির কল্যাণে যুবকদেরকে সৎ, দক্ষ ও নৈতিকাসম্পন্ন হিসেবে গড়ে উঠতে হবে। বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে যুবসমাজই সবচেয়ে বড় নিয়ামক শক্তি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে যুবকেরাই মুখ্য শক্তি। সেকাজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড/ইউনিয়ন যুব প্রতিনিধিরা হবেন প্রথম সারির ব্যক্তি। প্রতিটি পাড়ায় পাড়ায় যুব ইউনিট গঠন করে আমরা জনগণের পাশে থাকবো। প্রতিটি পরিবারের যুবকেরা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক একটি শক্তিমান যুবক। বাংলাদেশে চেপে বসা একটি রাষ্ট্রীয় শক্তিকে পরাজিত করে ছাত্র-জনতা দেশবাসীকে মুক্ত করেছে। এখানে আর কোনো অপশক্তিকে জনগণ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর যুবকরা যেখানেই মানবতা ক্ষতিগ্রস্ত, মুসিবত, দুর্যোগ, সমস্যায় পড়ে সেখানে সবার আগে ছুটে যায়। অগ্নিকাণ্ড, জনদুর্ভোগসহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি, থাকব।’

তিনি আরো বলেন, ‘দেশের বৃহৎ স্বার্থে আমরা সৈনিকের ভূমিকায় উত্তীর্ণ হবো। যুবকদের ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানও তাই, যুবকরাই জাতি গঠনে সর্বকালে সব পরীক্ষায় উত্তীর্ণ গোষ্ঠী। আগামী দিনের চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করব। আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে জামায়াতের নেতাকর্মীদের প্রচেষ্টায় মানুষের কল্যাণে পাশে থাকব। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর যুব বিভাগের যেসব সমাজ কল্যাণমূলক কর্মসূচি রয়েছে তা যথাযথভাবে আমরা সম্পাদন করতে চাই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে সেই মহান আল্লাহর নির্দেশনা সমাজ, রাষ্ট্রে কায়েমের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ।’

জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল- উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে দেখে একটি কোনো কোনো গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা গায়ে পড়ে জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে কথিত মিথ্যা গল্প শুনিয়ে অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচারের সঠিক জবাব এদেশের জনগণ সঠিক সময়ে দিবে নিশ্চিত থাকুন।’

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবু জার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলার যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মাসুদ রানা, পৌর যুব বিভাগের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু! কিশোরগঞ্জে বালু লুটের মহোৎসব রাজস্ব হারাচ্ছে সরকার হাজরাবাড়ী পৌর এলাকায় যানজটে অতিষ্ঠ সবাই লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সকল