২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নিখোঁজ মাদরাসাছাত্র আব্দুর রহিমের সন্ধান চায় পরিবার, খুঁজে পেতে সহায়তা করুন

হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম (১৪) - নয়া দিগন্ত

দীর্ঘ ৩৩ দিন ধরে নিখোঁজ রাজশাহী জেলার এয়ারপোর্ট থানাধীন বিরস্তইল পূর্বপাড়া মাদানি মাদরাসার প্রথম বর্ষের ছাত্র হাফেজ মুহাম্মাদ আব্দুর রহিম (১৪)।

নিখোঁজ আব্দুর রহিম একই থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের মুহাম্মাদ হাসান আলীর ছোট ছেলে।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টায় নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ বিন হাসান।

তিনি জানান, গত (১৭ ডিসেম্বর) মঙ্গলবার রাত ৯টা থেকে আমার ছোটভাই হাফেজ আব্দুর রহিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে বিরস্তইল পূর্বপাড়া মাদরাসার ছাত্র। আমাদের জানামতে সে মাদরাসাতেই ছিল, সেখান থেকেই নিখোঁজ হয়েছে। আমরা তাকে আত্মীয় স্বজনদের বাসা বাড়িসহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ চেষ্টা করেও খুঁজে পাইনি। তার নিখোঁজের আজ ৩৩তম দিন।

মাওলানা আব্দুল্লাহ বলেন, আমরা ভাইবোন সর্বমোট ৭জন। আব্দুর রহিম সবার ছোট। তার নিখোঁজের পর থেকে এ পর্যন্ত আমার মা অস্বাভাবিক কান্নাকাটি করছেন। খাওয়া-দাওয়া, ঘুমসহ স্বাভাবিক কাজকর্ম সবই বন্ধ। মা একেবারেই ভেঙে পড়েছেন। এই মুহূর্তে তিনি খুবই অসুস্থ।

তিনি জানান, ছোটভাই আব্দুর রহিমের খোঁজ পেতে গত (২৬ ডিসেম্বর) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি ও (জিডি) করেছি। জিডি নম্বর ৯৯০।

তিনি আরো জানান, আমার ছোট ভাইয়ের ডাকনাম মুহাম্মাদ। গায়ের রঙ শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। দেখতে একেবারে হ্যাংলা পাতলা। পরনে জুব্বা এবং মাথায় টুপি ছিল।

এসময় নিখোঁজ আব্দুর রহিমের বড়ভাই মাওলানা আব্দুল্লাহ দেশবাসীর কাছে ছোট ভাইয়ের সন্ধান চেয়ে বলেন, আমার ভাইকে যদি কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন যেকোনো বিনিময়েই হোক ভাইকে আমরা ফিরে পেতে চাই। মোবাইল নম্বর : 01770964010


আরো সংবাদ



premium cement