জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে : গোলাম পরওয়ার
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামী কোটি মানুষের মধ্যে থেকে বাছাই করে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চায়। দেশে যখন সৎ নেতৃত্বের অভাব দেখা দিয়েছে, তখন জামায়াত দেশের মানুষের কল্যাণের জন্যে যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রস্তুত করে রেখেছে।’
বুধবার (২২ জানুয়ারি) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে দারুল আমান ট্রাষ্ট্র পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের বার্ষিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।
পাবনা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুর রহিম।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ, শ্রমবিষয়ক সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
পতিত সরকারের ব্যাপারে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদী সংগঠন দেশে থাকবে কিনা সে ব্যাপারে দেশের মানুষ জবাব দেবে। দেশ ও জাতির কল্যাণে জামায়াত যেকোনো জোটের সাথে ঐক্য করতে প্রস্তুত আছে। ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষের মধ্যে একটি গুঞ্জন শুরু হয়েছে সব দল দেখা শেষ এবার দেখব জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জাতির এ আকাঙ্ক্ষা জামায়াত নেতা-কর্মীদের পূরণ করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা