২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

তাড়াশে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় উত্তেজনা

সিরাজগঞ্জের তাড়াশে রাতে মাদরাসায় ঢুকে কোরআন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে রাতে মাদরাসায় ঢুকে পবিত্র কোরআন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সেখানে নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত রোববার গভীর রাতে বোয়ালিয়া দারুল উলুম ফোরকানিয়া কওমিয়া হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

ওই মাদরাসার শিক্ষক মাওলানা বদিউজ্জামান বলেন, গত রোববার প্রতি দিনের ন্যায় ছাত্রদের পড়াশোনা শেষ করে মাদরাসা বন্ধ করে চলে যাই। গতকাল সোমবার ভোরে মাদরাসা খুলে দেখা যায়, একটি কক্ষের টেবিলে রাখা পবিত্র কোরআনগুলো দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে। অবশ্য পাশে রাখা অন্য টেবিলের পবিত্র কোরআনগুলো অক্ষত রয়েছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মাদরাসা মাঠে জমায়েত হয় এবং মাদরাসা কর্তৃপক্ষ এ ঘটনা প্রশাসনকে অবহিত করে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, নিকটস্থ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের শান্ত থাকতে অনুরোধ করেছি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল