লালপুরে সড়কে প্রাণ গেল তিন স্কুলছাত্রের
- লালপুর (নাটোর) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
নাটোরের লালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার ওয়ালিয়া-কদিমচিলান সড়কের সেকচিলান এলাকায় এ দুূর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন নাটোরের লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮) ও একই গ্রামের রতনের ছেলে স্বপন (১৯) এবং নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান জানান, তিন মোটরসাইকেল আরোহী ওয়ালিয়া-কদিমচিলান সড়কে ওয়ালিয়া থেকে ধলার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যান। হাসপাতালে যাওয়ার পথে স্বপন মারা যান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা