২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

বগুড়ায় জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ‘জয় বাংলা’ স্লোগান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার অভিযোগ উঠেছে - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার ধুনটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সোমবার (২০ জানুয়ারি) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে এ চিত্র দেখা গেছে।

গ্রাফিতি অংকনে ভূমিকা পালনকারী এক শিক্ষার্থী বলেন, ‘রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?’

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়।

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ বলেন, ‘তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ‘রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছেন। তারা ‘জয় বাংলা’ কায়েম করার চেষ্টা করছেন।’


আরো সংবাদ



premium cement