২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

গুরুদাসপুরে ১৪টি মিটার চুরি, বিকাশে টাকা দিলেই মিলছে চুরি হওয়া মিটার

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে চিরকুট লিখে নতুন করে ১৪টি বৈদ্যুতিক শিল্পমিটার চুরির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চোরচক্র রোববার (১৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌর শহরের চাঁচকৈড় বাণিজ্যিক এলাকার বিভিন্ন সমিল, ওয়ার্কশপ, রাইসমিল, আইসক্রিম মিল থেকে ওই মিটারগুলো চুরি করে। একের পর এক চুরি হলেও ধরা ছোঁয়ার বাইরেই থাকছে ওই চোরচক্র।

সরেজমিনে দেখা যায়, চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাসিন্দা আল মামুন, আলাল উদ্দিন, শামীম হোসেন, জামাল আলী, ভাদু সরকার, মহাতাব সরকার, আতিক হোসেন, তাজ সরকার, মোস্তফা, ময়েন উদ্দিন, মহাসিন ও আমিরুল সরদারসহ ১৪ জনের শিল্পমিটার চুরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলো থেকে মিটার খুলে নেয়ার পর পাশেই চিরকুটে চোরের দেয়া মোবাইল নম্বর ঝুলানো। সেখানে লেখা ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ০১৮৫৬৬৬৫৪৯২ নম্বরে কল করুন।’ ওই নম্বরে কল করলে মিটার প্রতি পাঁচ হাজার টাকা বিকাশে চাওয়া হয়। বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে মিটার রেখে যাচ্ছে চোরচক্র।

ভুক্তভোগী জামাল হোসেন বলেন, চোরের বিকাশ নম্বরে পাঁচ হাজার করে টাকা দেয়ার পর মামুন সরকারের দু’টি, আল আমিন, মালেক সরকার ও হাফিজুল ইসলামের মিটার চোরের দেয়া নির্ধারিত স্থান থেকে ফেরত পেয়েছেন। কিন্তু আমার মিটারের টাকা বিকাশ করলেও দেয়া হয়নি। আমার মিটারের সাথে আরো দু’জনের মিটার লুকানো আছে। ওই দু’জনের টাকা পেলে তিনজনের মিটারই ফেরত দেবে বলে জানিয়েছে।

থানায় অভিযোগ প্রসঙ্গে আরেক ভুক্তভোগী মহাতাব সরকার জানান, এর আগেও চুরি যাওয়া মিটার ফিরে পেতে থানায় অভিযোগ দেই। কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে চোরের সাথে সমঝোতা করে মিটার ফিরে পেতে চেষ্টা করছি। এদিকে বিদ্যুৎ অফিসের মাধ্যমে নতুন মিটার সংযোগ পেতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মমিনুর রহমান বিশ্বাস বলেন, গ্রাহকদের মিটারে খাঁচা লাগানোর নির্দেশনা দিলেও কেউ মানছেন না। ইতোপূর্বেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। মিটার চুরি হওয়ার পর গ্রাহকের টনক নড়ে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) বিপ্লব কুমার সরকার দুঃখ প্রকাশ করে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন এবং এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মিটার চুরির খবর শুনেছি। কিন্তু অভিযোগ পাইনি। তারপরেও চোর ধরতে ও মিটার উদ্ধারে কাজ করছে পুলিশ।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা : বেরোবিতে বহিষ্কার হলেন যারা সাভারে ছাত্র হত্যা মামলার আসামি শীর্ষসন্ত্রাসী আজিজ গ্রেফতার মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩ বগুড়ায় জুলাই আন্দোলনের গ্রাফিতিতে ‘জয় বাংলা’ স্লোগান মেধাবী ও আদর্শবানদের দলে আনার আহ্বান তারেক রহমানের মেডিক্যাল ভর্তি পরীক্ষা : কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার রাজনীতিতে স্লোগান নয়, মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে : মির্জা ফখরুল

সকল