পানের দাম বৃদ্ধিতে মাইকিং!
- লালপুর (নাটোর) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
নাটোরের লালপুরে পানের দাম বৃদ্ধিতে মাইকিং করেছে পান বিক্রেতা সমিতি।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাইকিং করেছে সংগঠনটি।
এতে বলা হয়, জর্দা, তামাক ও সুপারির দাম বেড়ে যাওয়ায় করে খিলি পানের দাম বাড়ানো হবে।
ঘোষণায় আরো বলা হয়, দাম বাড়ানোর সিদ্ধান্ত যে সকল বিক্রেতা মানবেন না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতি খিলি জর্দা পান ছয় টাকা ও মসলা পান আট টাকা। এর আগে প্রতি খিলি পান পাঁচ টাকায় বিক্রি করা হতো।
লালপুর বাজারের সাহা মার্কেটের পান বিক্রেতা নৃপেন কুমার সাহা জানান, ‘বর্তমান বাজার জর্দা, সুপারিসহ বিভিন্ন মসলার দাম বেড়ে যাওয়ায় খিলি পানের দাম না বাড়িয়ে উপায় ছিল না।’