১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বগুড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪

বগুড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় বিদেশী পিস্তল, তাজা গুলি এবং দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের রহমাননগর ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো: জিহাদ, মালগ্রাম মধ্যপাড়া এলাকার মরহুম রাঘুর ছেলে মো: রাসু, ইসলামপুর হরিগাড়ী এলাকার চাঁন মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো: রিয়াদ।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারির ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। এ সময় একটি কক্ষ থেকে টেডিবিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল, তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে।’


আরো সংবাদ



premium cement