পোরশায় বিএনপি নেতা হত্যার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
- পোরশা (নওগাঁ) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:২৪
নওগাঁর পোরশায় বিএনপি নেতা মাইদুর রহমান হত্যার আসামি যুবলীগ নেতা মনিরুল ইসলাম বাদশাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে বাদশাকে গ্রেফতার করা হয়। তিনি নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা মামলার ১৪ নম্বর আসামি।
গ্রেফতার বাদশা খোর্দগানইর গ্রামের সাইদুরের ছেলে। তিনি নিতপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা সত্যতা নিশ্চিত করে জানান, ‘১৪ জানুয়ারি নিতপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর মারা যান। এর জেরে বিএনপি নেতা মাইদুরের ছোট ভাই ওবাইদুর রহমান ১৫ জানুয়ারি ২১ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলার আসামি বাদশাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা