নাটোরের ছাত্রলীগ নেতা মাসুম পাবনা থেকে গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৫
হত্যাসহ সাতটি মামলার পলাতক আসামি ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে পাবনার রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মাসুম। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপপুর এলাকায় মাসুমকে ঘোরাফেরা করতে দেখে নাটোরের কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়া মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি মাহাবুর রহমান।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা