পৌর কাউন্সিলর তরিকুল হত্যার আসামি বুদ্দিন ও তার সহযোগীদের বিচার দাবি
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
২০২১ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খানের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারী আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন বুদ্দিন ও তার সহযোগীদের দ্রুত বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এর আগে সকাল ১০টায় পৌর সভার ৬ নম্বর গঞ্জভাঙ্গাবাড়ি ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জজকোর্ট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা তরিকুল হত্যার দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি (শনিবার) নির্বাচনে সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর পদে তরিকুল ইসলাম জয় লাভ করেন। পরে আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাহাদাত হোসেন বুদ্দিনসহ তার সমর্থকদের হামলায় তরিকুল নিহত হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা