১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

লালপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

- ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে উপজাতি সম্প্রদায়ের কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে শাহীন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে উপজেলার অর্জুনপুর বড় মাটি অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের ডহরশৈলা গ্রামে উপজাতি সম্প্রদায়ের ওই কিশোরী বাড়ির পাশে ভুট্টার জমিতে ঘাস কাটতে গেলে তাকে ধর্ষণ করে শাহীন। মেয়ের বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সোমবার রাতে থানায় শাহীনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement