১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

পাবনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত - ফাইল ছবি

পাবনায় দীর্ঘ প্রায় চার বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: তানবির আহমেদ এ রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মরহুম বাজর উদ্দিনের ছেলে।

নিহত হামিদা বেগমের বাড়িও একই গ্রামে।

মামলা সুত্র জানা গেছে, ঘটনার ২০ থেকে ২২ বছর আগে তেজেম মোল্লার সাথে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দু’টি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয় এবং ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জের ধরে তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবেব হত্যা করেন। এ ঘটনায় হামিদার মা পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

পাবনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল ঘটনার সত্যা স্বীকার করে বলেন, ‘এ মামলায় মোট ২৭ জন সাক্ষ্য প্রদান করেন এবং দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ওই রায় প্রদান করেন। সরকার পক্ষে ছিলেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।


আরো সংবাদ



premium cement