নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
- নওগাঁ প্রতিনিধি
- ১২ জানুয়ারি ২০২৫, ২২:১৪
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলচাপায় মোজাফ্ফর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দাশ বাগডোব বাজারে ডিমজওয়ান সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মোজাফফর রহমান উপজেলার রামরায়পুর গ্রামের মকবুল হোসেন শাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে মোজাফফর রহমান সাইকেলযোগে মেয়ের বাড়ি বাগডোব নিচ পাড়ায় যাচ্ছিলেন। পথে ডিমজাওন সেতুর কাছে অসাবধানতাবশত রাস্তা পার হতে গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাশমত আলী বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা