রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা : কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতা
- রাজশাহী ব্যুরো
- ১২ জানুয়ারি ২০২৫, ২০:০৯
রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা : কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এটির আয়োজন করে সাহিত্যের ছোটকাগজ রৌদ্রলিপি ও শব্দকলা।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের প্রফেসর এমেরিটাস এ বি এম হোসেন গ্যালারিতে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক ডা: নাজিব ওয়াদুদ।
শব্দকলার সম্পাদক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইংলিশ অ্যান্ড আদার লাঙ্গুয়েজের ডিরেক্টর প্রফেসর ড. মাসউদ আখতার এবং নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।
লেখক ও গবেষক শাহাদাৎ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রৌদ্রলিপির সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক মনির বেলাল।
এতে বক্তারা বলেন, ‘১৯৪৭ সালে ঔপনিবেশিক ও দেশীয় ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্তি লাভ করতেই পাকিস্তানের স্বাধীনতা অর্জিত হয়। এ সময়েই মূলত বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়েছে। স্বাধীন পাকিস্তানের যাত্রাপথেই হোঁচট খেয়েছে এদেশের সাহিত্য সংস্কৃতির অঙ্গন। ফলে পাকিস্তানের সঠিক কোনো ন্যারেটিভ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সত্য-সঠিক কোনো ন্যারেটিভ তৈরি হয়নি। হয়েছে সত্য-মিথ্যার মিশ্রণে এক ভৌতিক ইতিহাস। ফলে সেই ন্যারেটিভও ভেঙে পড়েছে দুই হাজার চব্বিশে এসে। আজ চব্বিশের বিপ্লবকে সঠিকভাবে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের মাটি মানুষ ও বিশ্বাসের ধারায় কথাসাহিত্যের নতুন বয়ান তৈরি করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এজন্য সাহিত্যকর্মীদের দায় অনেক বেশি।’
বক্তারা আরো বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কথাসাহিত্যের বয়ান তৈরি করতে হলে বিষয়বস্তুর পাশাপাশি কথাসাহিত্যের আধুনিকতাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তরুণদের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে।’
অনুষ্ঠানে কবি এরফান আলি এনাফ, অনুকার সম্পাদক প্রফেসর ড. সামিউল ইসলাম, শিশুসাহিত্যিক আসাদুল্লাহ মামুন, কবি ও প্রাবন্ধিক ড. মঞ্জিলা শরীফ, কবি ও সম্পাদক সোহেল মাহবুবসহ রাজশাহী অঞ্চলের লেখক-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা