‘আওয়ামী লীগের সময় খেলাধুলা ছিল রাজনৈতিক চক্রে আবদ্ধ’
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত দিনে খেলাধুলা ছিল রাজনৈতিক একটি চক্রে আবদ্ধ। আগামী দিনে যোগ্য খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে। খেলাধুলা থাকবে রাজনীতি মুক্ত।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কলম উচ্চবিদ্যালয় মাঠে কলম ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কলম গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে। আমরা যেটা বলি সেটা করি। আমি কথা দিয়ে গেলাম এই কলমকে থানা, পৌরসভা ও প্রয়োজনে উপজেলা করা হবে।
কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি হায়দার রশিদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।