১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

- প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের এক সীমান্তে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই আরেক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত মো: শহিদুল ইসলাম (২২) শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাতে শহিদুলসহ কয়েক বাংলাদেশী চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি করলে শহিদুল আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় সে পালিয়ে এসে বাংলাদেশী একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বিজিবি অধিনায়ক আরো বলেন, ঘটনাটি সীমান্তের ১৮২ পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে ১৩০ গজ ভারতের অভ্যান্তরে ঘটেছে।

স্থানীয়রা জানান, বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে তাদের ধারণা। সেখানে কমপক্ষে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফ রাস্তা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ৫ জানুয়ারি। এ সময় বাধা দেয় বিজিবি সদস্যরা। এ নিয়ে টানা চার দিন উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে চার বার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ।


আরো সংবাদ



premium cement
৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি : মাহমুদুর রহমান তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে : আজহারী তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব

সকল