১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

‘রক্ত ঝরা জমিনে ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না’

বগুড়া শহরের শহীদ টিটু পৌর পার্ক মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘ফ্যাসিষ্ট হাসিনাকে উৎখাত করতে জুলাই বিপ্লবে হাজার হাজার নেতাকর্মী শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে। যে জমিনে রক্ত ঝরেছে, সেখানে ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না।’

শনিবার (১১ জানুয়ারি) বগুড়া শহরের শহীদ টিটু পৌর পার্ক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বিগত ৫৩ বছর দেশে অনেক সরকার এসেছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই দেশের মানুষ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব চায়। আমরা কোনো চাঁদাবাজি করব না। কাউকে করতেও দেব না। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হব ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না ওড়া পর্যন্ত যেকোনো ত্যাগ ও কুরবানী দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতা-কর্মীরা সবসময় প্রস্তুত আছে।’

যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত-শিবির সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। যতই উঁকিঝুকি মারুক, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফিরতে পারবে না। এমনকি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা কোনোদিনও সফল হতে পারবেন না।’

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের বগুড়া অঞ্চল প্রধান অধ্যাপক নজরুল ইসলাম। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, সাবেক শিবির নেতা মিজানুর রহমান, নুরুল আমীন সরকার, আব্দুস সালাম তুহিন, আনিছুর রহমান, অধ্যাপক রফিকুল আলম, মো: সেলিম রেজা, আব্দুল কাদিম, আলাউদ্দীন সোহেল, আল আমিন, আজগর আলী, ইকবাল হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ এবং মেহেদী হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আবারো চুয়াডাঙ্গায় ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ পাচার হওয়া অর্থ উদ্ধারে বিদেশী আইনজীবী নিয়োগ করবে সরকার : গভর্নর ‘দেশ পুনর্গঠনে সব অঞ্চলের অংশগ্রহণ ও সাম্যতা নিশ্চিত করতে হবে’ জুলাই গণঅভ্যুত্থানের উপর চলচ্চিত্র নির্মাণের আহ্বান নাহিদের ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু গাজায় বেঁচে থাকা ‘ক্রমশ অসম্ভব’ হয়ে উঠছে : অ্যামনেস্টি ১৮ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ ও প্রস্তাবনা জমা দেবে শ্রম সংস্কার কমিশন

সকল