১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম

উল্লাপাড়ায় শীতবস্ত্র বিতরণের সময় মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘অসহায় মানুষের সেবায় সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। আমরা যদি গরিবের হক বুঝিয়ে না দেই তাহলে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে।’

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপজেলায় মোট তিন হাজার কম্বল বিতরণ করা হয়।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘ইসলাম মানবতার ধর্ম। মানবতার কল্যাণ সাধনের জন্যই আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সা: পৃথিবীর বুকে এসেছিলেন। বাংলাদেশের জামায়েত ইসলামী দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু শীত বস্ত্র বিতরণ নয়, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বাড়িঘর পুড়ে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াত। এমনকি স্বৈরাচার সরকারের সময় যখন কারাগারে ছিলাম তখনও উপজেলা জামায়াত উল্লাপাড়ার মানুষের কল্যাণে কাজ করেছে। দেশে ইসলামী সমাজ কায়েম হলে দল-মত নির্বিশেষে সবারই কল্যাণ হবে।’

এ সময় উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজান, পৌর জামায়াতের আমির আব্দুল করিম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের প্রমুখ।


আরো সংবাদ



premium cement