১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

নাটোরের মহাশ্মশানে আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে বহুল আলোচিত মানসিক ভারসাম্যহীন তরুণ কুমার দাস হত্যাকাণ্ড এবং চুরি ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় অভিযুক্ত ব্যক্তিকে মহাশ্মশানে হাজির করে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।

গ্রেফতার মো: সবুজ হোসেন (২৪) নাটোর সদরের বড়হরিশপুর এলাকার মো: রমজান আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত সবুজ মাদকসেবী। তিনি তার বন্ধুকে সাথে নিয়ে ঘটনার রাতে মহাশ্মশানের পাশে লেবু বাগান থেকে লেবু চুরি করতে আসেন। ওইদিন বিকেলে মহাশ্মশানে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে সংগৃহীত টাকা মহাশ্মশানের ভাণ্ডারে থাকতে পারে মর্মে চুরির অভিপ্রায়ে তারা ভাণ্ডার কক্ষে হানা দেন। হত্যার শিকার তরুণ ঘটনা দেখে ফেলেছেন সন্দেহে অভিযুক্ত ব্যক্তিরা তরুণের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। রাতের কোনো একসময়ে তরুণ শ্বাসরোধ হয়ে মারা যান। সবুজ বিদেশ গমনের উদ্দেশে পাসপোর্ট তৈরির চেষ্টায় ছিলেন। গতকাল চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সবুজের সাথে থাকা অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

গত ২১ ডিসেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তরুণ দাস (৫৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণ দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার কালীপদ দাসের ছেলে। তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন এবং প্রায় প্রতি রাতে মহাশ্মশানের রান্নাঘরের বারান্দায় ঘুমিয়ে থাকতেন। ঘটনার রাতে ভাণ্ডার কক্ষ থেকে কাঁসা ও পিতলের মালামাল এবং অর্থ চুরি যায়। এ ব্যাপারে নিহতের ছেলে তপু কুমার দাস নাটোর থানায় মামলা করেন।

প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং নাটোর থানার ওসি মাহবুর রহমান।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার ২ বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব গাজায় ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩ হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী

সকল