সিরাজগঞ্জে ২৬ দিন ধরে যুবকের হদিস নেই
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬
সিরাজগঞ্জে ২৬ দিন ধরে সানিউর রহমান সানি (৩৫) নামের এক যুবকের হদিস পাচ্ছে না পরিবার। তিনি গত বছরের ১৪ ডিসেম্বর শশুরালয় থেকে বের হয়ে আর ফিরে আসেনি নিজের বাড়িতে।
সানি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী সাদিয়া আফরোজ রুপা বাদি হয়ে ১৫ ডিসেম্বর সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
সানির বাবা আবু রায়হান বলেন, ‘বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন সানি। নয় বছর আগে প্রেমের সম্পর্কে সিরাজগঞ্জ সদরের রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করে। এরপর থেকে স্ত্রী নিয়েই প্রথমে ঢাকা পরবর্তীতে গত দু’বছর ধরে শশুরের বাসায় থাকতেন। বাড়িতে খুব বেশি যাতায়াত ছিলো না। তাদের সন্তান নেই।’
তবে তার স্ত্রী রুপার সাথে প্রায়ই ঝগড়ার খবর পেতাম। রুপা উচ্চবিলাসী ও কড়া মেজাজের হওয়ায় ছেলেটি দীর্ঘদিন ধরে অশান্তিতে ছিল। হঠাৎ করে জানতে পাড়ি, সানির খোঁজ মিলছে না। রুপা কোনো পরামর্শ ছাড়াই নিখোঁজ বিষয়ে ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থনায় জিডি করেন।
এ বিষয়ে স্ত্রী রুপা বলেন, ‘তার সাথে আমার সম্পর্ক ভালো। তিনি শ্বশুড়বাড়িতেই বসবাস করতেন। তবে সানিনা জানিয়ে মোটরসাইকেল বিক্রি করায় কথা কাটাকাটি হয়। এর জের ধরে কোথাও চলে যেতে পারেন বলেও ধারণা সানির স্ত্রীর।
এদিকে ছেলেকে হারিয়ে তার মা শাহানা খাতুন এখন পাগলপ্রায়। তিনি দ্রুত ছেলের সন্ধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা