০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা

নওগা সীমান্তের দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

নওগাঁর ধামইরহাট বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ।

বুধবার (৮ জানুয়ারি) সীমান্তে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

জানা গেছে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীরা।

মোহাম্মদ ইকবাল হোসেন নয়া দিগন্তকে বলেন, ‘নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দু’দেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দু’দেশের সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেয়া যাবে না। এটি দু’দেশের জন্যই প্রযোজ্য। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার দেয়ার জন্য আসে। এ সময় খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে কাজ না করেই ফিরে যায় বিএসএফ সদস্যরা।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া এ পরিস্থিতি নিয়ে দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চপর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তে এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement