০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল কর্মী গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ লিপু - ছবি : নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে লিপু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক দল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। দলীয় প্রতিপক্ষ এ গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার সংলগ্ন রূপপুর কিন্ডার গার্ডেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

লিপু উপজেলার পাকশীর চর রূপপুর ফটু মার্কেট এলাকার লতিফ প্রামাণিকের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান গ্রুপের অনুসারী।

স্থানীয়রা ও স্বেচ্ছাসেবক দলের পাকশী ইউনিয়ন যুগ্ম সম্পাদক আব্দুল খালেক জানান, ‘স্বেচ্ছাসেবক দলের কর্মী লিপু, রাসেল, সজীবসহ ৪/৫ জন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় টনি বিশ্বাসের ভাতিজা চন্দন, জ্যোতি, কালুসহ কয়েকজন তাদের ঘিরে ধরেন। এসময় তারা লিপুদেরকে টনি বিশ্বাসের গ্রুপের হয়ে কাজ করতে বললে তাতে সম্মত না হওয়ায় উত্তেজিত হয়ে তাদের মারধর শুরু করে জ্যোতিরা। এসময় লিপুর সাথে থাকা অন্যরা দৌড়ে পালালে লিপুর বাম পায়ে তারা গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন লিপুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা নিয়ে যায়।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান জানান, ‘টনি বিশ্বাসের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং গুলি করেছে। বিষয়টি খুবই নিন্দনীয়। এ বিষয়ে আগে লিপুর চিকিৎসা তারপর সুবিধাজনক সময়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, ‘আমি পারিবারিক কাজে বাইরে আছি। আমার কোনো ভাতিজা বা কর্মী কারোর উপর হামলা বা গুলি চালায়নি। কারা গুলি চালিয়েছে আমার কিছু জানা নেই।’

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ এবং থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামকে ফোন দিলেও তারা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের মধুপুরে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ বিডিআর পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন ৫ দেশের কারী পিলখানা হত্যাকাণ্ডের শুনানি আজ হচ্ছে না ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ‘ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা’ সরকারকে সমর্থন দিয়েছি, কত দিন অব্যাহত থাকবে জানি না : ফারুক

সকল