০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বিভাজনহীন রাষ্ট্র গঠন করবে জামায়াত : অধ্যাপক মুজিবুর রহমান

শীতবস্ত্র বিতরণ করছেন অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভাজনহীন রাষ্ট্র গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করছে যেখানে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকবে না। মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে রাষ্ট্রই সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে।’

মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য শুধুমাত্র একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতার হাতবল নয়।’

ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও জনগণকে কষ্ট দেয়ার অশুভ বৃত্ত থেকে সংশ্লিষ্টদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। ব্যক্তিস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থের বিপরীতে জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়ে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবো।’

তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র্য মুক্ত ও সুখী-সমৃদ্ধ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকল সেক্টরে জনশক্তি তৈরি করতে হবে। শিল্পায়নসহ নতুন নতুন সেক্টরে কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে।’

বেকারত্ব দূরীকরণের জন্য যুবকদের কারিগরী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাসুদেবপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডক্টর মো: ওবায়দুল্লাহ।

এসময় জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার তাইফুর রহমান, গোদাগাড়ী উপজেলা সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
গাংনীতে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব ধামরাইয়ে ৫টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হৃদয়ের লাশ উত্তোলন নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে আইনি নোটিশ স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের নামে দুদকের মামলা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম

সকল