০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোস্তাকুর রহমান জাহিদ সভাপতি ও মুজাহিদ ফয়সাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ার অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা শিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের মো: মোজাহারুল হকের ছেলে।

অন্যদিকে সেক্রেটারি মুজাহিদ ফয়সাল গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি এর আগে রাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


আরো সংবাদ



premium cement