০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

চাটমোহরে আ: লীগ নেতাসহ গ্রেফতার ৩

- ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল (জুয়েল মির্জা)-সহ আরো দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে নতুন বাজার শালিখা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বিলচলা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হোসাইন বিপ্লব, হান্ডিয়ল ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্বাস আলী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement