০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বাগাতিপাড়ায় সার মজুত ও অধিক দামে বিক্রির দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

- ছবি : নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় সার মজুত ও অধিক দামে বিক্রির দায়ে চারজন সার ডিলার মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উজেলার দয়ারামপুর ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌর এলাকার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে সার ও কীটনাশক বিক্রি করায় দয়ারামপুর ইউনিয়নের তালতলা বাজারে শরীফুল ইসলামকে ৩০ হাজার টাকা, বাটিকামারী বাজারে জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা, নন্দীকুজা বাজরে আবু মোহাম্মদকে ৫০ হাজার টাকা এবং বাগাতিপাড়া পৌর এলাকার মালঞ্চি বাজারে মুক্তার হোসেনকে গুদামজাতকরণের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী এবং সেনাবাহিনীর একটি টিম।


আরো সংবাদ



premium cement