০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

‘ঐক্য নষ্ট হলে আধিপত্যবাদী শক্তি লাভবান হবে’

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম - ছবি : নয়া দিগন্ত

জাতীয় ঐক্য নষ্ট হলে আধিপত্যবাদী শক্তি লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, বিএনপি জাতীয় ঐক্যে বিশ্বাসী। ঐক্য ছাড়া এ দেশকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না। কিন্তু অনেকে মনে করেন যে, বিএনপি দুর্বল বলেই ঐক্যের কথা বলছে। না বিএনপি দুর্বল নয়। যদি ঐক্য যদি ফাটল ধরানো হয় তাহলে এ আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা লাভবান হবে। দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার (৬ জানুয়ারি) বগুড়া জেলা শহরের নওয়বাড়ি সড়কের টি এম এস এস মহিলা মার্কেট মিলনায়তনে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বারবার হুমকি দিচ্ছেন। এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছেন। তাদেরকে সরাতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে। কারণ অনেকে ভয় পায় যে নির্বাচন তাড়াতাড়ি দিলেই বুঝি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপিকে কেউ রোধ করতে পারবে না। তাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

এছাড়াও, বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা।

এ কর্মী সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল।


আরো সংবাদ



premium cement