বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল-আরোহী নিহত
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (৫৫) নামের এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। ওই ঘটনায় সুরমান আলী (৫০) নামে আরো একজন আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী জামে মসজিদের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার মরহুম শামসুল হকের ছেলে। আহত সুরমান আলী একই ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকার রায়হান আলীর ছেলে।
জানা গেছে, ইসমাইল হোসেন ও সুরমান আলী পেশায় সবজি ব্যবসায়ী। ঘটনার দিন সকালে সবজি কেনার জন্য মোটরসাইকেলে করে তারা বাগাতিপাড়ার দয়ারামপুর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের জন্য ব্রেক করলে চাকা পিছলে পড়ে গিয়ে ইসমাইল হোসেন মাথায় আঘাত পান, অপরজন আহত হন। পরে স্থানীয় লোকজন দু’জনকেই নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। সুরমান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। তাদের বাড়ি নাটোর সদরে হওয়ায় বিষয়টি সদর থানা দেখবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা