সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস, তার স্ত্রী ও ছেলেসহ ২০০ জনের নামে মামলা
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী ও ছেলেসহ ২০০ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে মামলাটি করেছেন বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া মহল্লার মো: তমিজ উদ্দিনের ছেলে মো: আব্দুল হালিম।
বেলকুচি থানার ওসি (তদন্ত) আব্দুল বারেক মামলার বিবরণে জানিয়েছেন, ২০১৩ সালের ২৭ নভেম্বর মুকুন্দগাতী বাজারে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলে বোমা নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। গুলিতে মামলার বাদি আব্দুল হালিম মাথায় গুলিবিদ্ধ হন। সে সময় লতিফ বিশ্বাসের ভয়ে মামলা করার সাহস পায়নি কেউ। রোববার সেনাবাহিনী লতিফ বিশ্বাসকে গ্রেফতারের পর রোববার রাতেই মামলা দায়ের করেন বাদি।
মামলায় লতিফ বিশ্বাসকে প্রধান আাসামি করে তার স্ত্রী সাবেক মেয়র আশানুর বিশ্বাস, ছেলে দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাজুক বিশ্বাসসহ আওয়ামী লীগের ৫৬ জন নামীয় ও অজ্ঞাতসহ ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় লতিফ বিশ্বাসকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন ওসি।
তিনি আরো বলেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা