শাহজাদপুরে ডলার ও স্বর্ণসহ ৩০ লাখ টাকার মালামাল লুট
- আবুল কাশেম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা উত্তরপাড়া গ্রামের এক বাড়িতে ডাকাতি হয়েছে।
সোমবার সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে ১০ জনের একটি ডাকাতদল মার্কিন ডলার, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার ওপর মালামাল লুট করে।
জানা গেছে, গেল রোববার গভীর রাতে উপজেলার নরিনা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ১০ জনের একটি ডাকাতদল গ্রিল ভেঙে ঘরে ঢোকে। পরে দেশীয় অস্ত্রের মুখে জাহাঙ্গীর, তার স্ত্রী সালমা খাতুনসহ ছয়জনকে হাত-পা বেঁধে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখে। এ সময় তারা নগদ প্রায় পাঁচ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও ১৩ হাজার মার্কিন ডলার নিয়ে যায়।
জাহাঙ্গীর হোসেন জানান, রাত ৩টার দিকে ডাকাতদল কালো মুখোশ পড়ে বাড়িতে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে। এ সময় তারা আলমারি ভেঙে টাকা, মার্কিন ডলার, সোনার গহনাসহ প্রায় ৩০ লাখ টাকার ওপর মালামাল নিয়ে যায়। খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। ডাকাতির ঘটনাটি গভীরভাবে তদন্ত করে তাদের গ্রেফতার করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা